বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। নজরদারি চলছে প্রার্থী ও ভোটারদের উপর। বাফুফে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ।

রোববার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি জানান, ‘বাফুফের নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয় সেজন্য আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করেছি। আশা করছি, এই টিম দু’দিনের মধ্যে কার্যকর হবে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সার্বক্ষণিক কাজ করবে টিম। আপাতত তিন সদস্যের টিম হলেও এর সদস্য সংখ্যা বাড়তে পারে।’

কমিটির সদস্যরা হলেন- ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তৌহিদুর রহমান, উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার এবং আইন কর্মকর্তা এসএম কবিরুল হাসান। আগামী ০৩ অক্টোবর হোটেল প্যান প্যাসিফিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন ২০২০।

Previous articleভাবমূর্তি রক্ষায় বাফুফে’র আইনি নোটিশ
Next articleবাফুফে’তে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here