আসন্ন নারী ফুটবল লিগের দলবদল আজ আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। দিনের সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জাতীয় দলের প্রায় সব ফুটবলার নাসরিন স্পোর্টস একাডেমিতে যোগ দেয়া। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস লিগে দল না করায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহন নিয়ে ছিলো শঙ্কা।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন অবশ্য জানিয়েছেন ফুটবলকে ভালোবেসে ও পেশাদারিত্বের টানেই নাসরিন একাডেমিতে যোগ দিয়েছেন তারা। উপস্থিত সংবাদমাধ্যমদের তিনি বলেন,

‘আমাদের সবাইকে এই দলে দেখে অনেকেই অবাক হচ্ছেন। আপনাদের মধ্যে অনেক প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। আমরা দিন শেষে ফুটবলার। ভালোবেসে, পেশাদারিত্বের টানেই খেলছি।’

জাতীয় দলের খেলোয়াড়দের দলে পেয়েছে খুশি নাসরিন একাডেমির কর্ণধার নাসরিন আক্তার বেবী। কাগজে কলমে এখন শিরোপা ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে দলটি। তিনি বলেছেন,

‘আসলে আন্তরিকতাই বড় বিষয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি, মেয়েদেরও ইচ্ছে ছিল। সব কিছু মিলিয়ে এটা সম্ভব হয়েছে।’

তবে হঠাৎ এতো অর্থের যোগান নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক ছিলো। এক্ষেত্রে তিনি বলেন,

‘কিছু স্পন্সর পেয়েছি, কিছু জোগাড়ের চেষ্টা করছি।’

নারী লিগকে আরো জৌলুশপূর্ণ করতে সাবিনা খাতুন অন্য বড় দলগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। বসুন্ধরা কিংস দল না গড়ায় পুরো লিগে এখন একমাত্র পেশাদার দল বলতে রয়েছে ফরাশগঞ্জ। এই বিষয়ে সাবিনা বলেন,

‘পুরুষ ফুটবলারদের একজনের পারিশ্রমিক দিয়ে একটি নারী দল গঠন করা যায়। ফেডারেশনের একার পক্ষে তো সম্ভব নয়। অন্য ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে।’

Previous articleনারী লিগের দলবদল সম্পন্ন; শেষ মুহূর্তে দল গড়লো আর্মি
Next articleজোড়া ড্রয়ে শুরু বিসিএলের নবম রাউন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here