কমে এসেছে নারী ফুটবল লীগের পরিসর। ডাবল লেগের বদলে আয়োজিত হবে সিঙ্গেল লেগে। মূলত বাংলাদেশ নারী ফুটবল দলের আন্তজার্তিক ম্যাচের ব্যস্ততম সময়সূচির কারণে কমেছে নারী লীগের দীর্ঘতা। আজ ৩০ অক্টোবর বাফুফের নারী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নতুন মৌসুম বাংলাদেশ দলের নারী ফুটবলারদের জন্যে ব্যস্ততায় পরিপূর্ণ হতে চলেছে। আগামী বছরের এপ্রিল মাস পর্যন্ত চারটি আন্তজার্তিক টুর্ণামেন্টে অংশ নিবে সাবিনারা৷ সেই সাথে ঘরোয়া লীগের ব্যস্ততা তো রয়েছেই। তাই ফুটবলারদের কথা চিন্তা করে নারী লীগেড় সিডিউল বদলেছে।

এই প্রসঙ্গে বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,

‘আমাদের ডিসেম্বরের মধ্যে লিগ শেষ করে মেয়েদের ক্যাম্পে ওঠাতে হবে। কারণ, নতুন বছরে এপ্রিল পর্যন্ত মেয়েদের চারটি আন্তর্জাতিক আসর আছে। লিগ ডাবল করলে মেয়েদের সময় মতো ক্যাম্পে ওঠানো যাবে না। তাই এবার আমরা লিগটা সিঙ্গেল করতে যাচ্ছি।’

নতুন ফুটবল মৌসুমে আগামী ১৫ ই নভেম্বর থেকে শুরু হবে নারী ফুটবল লীগ। উক্ত টুর্ণামেন্টে অংশ নিবে সর্বমোট ১২ টি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ দুইবারের লীগ জয়ী দল বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাছারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টিং একাডেমী, সদ্যপুস্কুরিণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমী, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড। লীগ চলবে আগামী ১০ শে ডিসেম্বর পর্যন্ত।

Previous articleঢাকা আবাহনীতে সিরিয়ান ডিফেন্ডার ইউসুফ!
Next articleভুটান পরীক্ষায় শুরু অনুর্ধ্ব-১৫ মেয়েদের সাফ মিশন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here