সিঙ্গাপুর ভিত্তিক স্পন্সর হিসাব মৌসুমের শুরুতে তার কথায় মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছিলেন। এবার আবারো ক্লাবের আর্থিক সংকটে পাশে দাঁড়ালেন জাপানি এই মিডফিল্ডার।

ক্রাউড ফান্ডিং করে বাংলাদেশী টাকায় প্রায় ৩০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন কাতো।এ বিষয়ে গতকাল সংবাদ মাধ্যমে কথা বলেন ইউসোকে কাতো। সাথে ক্লাব ম্যানেজার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কাতো বলেন,’এটি বাংলাদেশে আমার ৩য় বছর চলছে। মৌসুমের শুরুটা মুক্তিযোদ্ধা সংসদের ভালো ছিলোনা। ছিলো আর্থিক সংকট। আমি মুক্তিযোদ্ধাকে সামান্য সহায়তা করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাই বাংলাদেশের জাপানী রাষ্ট্রদূতকে, পাশাপাশি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপ, সান, হিসাব ও তাগুজি কোম্পানি কে। তারা আবেদনে সাড়া দিয়ে আমাদের সহায়তা করেছেন।’

কাতো আরো জানান, ‘এই বছর বিপিএলে টিকে গেছি আমরা। এখন নতুন মৌসুমের পরিকল্পনা শুরু করতে হবে।’

ক্রাউড ফান্ডিংয়ের বিষয়েও কথা বলেন তিনি, ‘ক্রাউড ফান্ডিং করে আমরা প্রায় ৩০ লক্ষ টাকা জোগাড় করেছি। যারা সহায়তা করেছেন তাদেরকে মুক্তিযোদ্বা জার্সি এবং অন্যান্য জিনিস উপহার দিয়েছি। এরকমটা করতে পেরে আমি সত্যি আনন্দিত।’

বাংলাদেশে ফুটবল খেলেছেন এবং মহান মুক্তিযুদ্ধের নাম জড়িত থাকায় ক্লাবকে তাই প্রতিদান দিতে চান কাতো। ঐদিকে ক্লাব ম্যানেজার আরিফুল ইসলাম কাতোকে ধন্যবাদ দিয়ে আগামী মৌসুমে ভালো দল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন

Previous articleজয় দিয়ে এএফসি মিশন শুরু কিংসের
Next articleটানা চতুর্থ জয় পেলো সাইফ স্পোর্টিং ক্লাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here