দেশের ফুটবলের পুরোনো সমস্যা রেফারিং এই মৌসুমের প্রথম থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে। রেফারিদে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের রূপ পাল্টে দিয়েছে এমন অভিযোগ করেছে কয়েকটি ক্লাব। তাই, ইতিমধ্যে ভিএআর আনার বিষয়ে উদ্যেগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি পুরোনো রেফারিজ কমিটি ভেঙ্গে গঠন করা হয়েছে নতুন কমিটি।

তবে নতুন রেফারিজ কমিটির একদিন যেতে না যেতেই সড়ে দাড়াতে চান ডেপুটি চেয়ারম্যান হিসেবে থাকা বাফুফে’র সহ-সভাপতি কাজী নাবিল আহম্মেদ। গতকাল তিনি সাংবাদিকদের তার এই পদে থাকার অপারগতার বিষয়ে জানান,‘আজ সকালে সভাপতির (কাজী সালাউদ্দিন) সঙ্গে কথা বলেছি। এই দায়িত্ব নিতে আমি অপারগতা প্রকাশ করেছি। যেহেতু আমি দেশের শীর্ষ একটি ক্লাবকে পরিচালনা করি। আমার এই পদে থাকাটা সাংঘর্ষিক হবে।’

কাজী নাবিল আহমেদ ঢাকা আবাহনী লিমিটেডে ডিরেক্টর ইনচার্জ হিসেবে রয়েছে। ফলে কোন বিতর্কে না জড়াতেই তার এমন সিদ্ধান্ত।

Previous articleতৃতীয় বিভাগ ফুটবলের ড্র অনুষ্ঠিত
Next articleফতুল্লা স্টেডিয়ামের জন্য বিসিবি নয়, অনুমোদন লাগবে ক্রীড়া পরিষদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here