বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ডের বিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাব। আবাহনীর হোম ভেন্যু সিলেটে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জামাল ভুঁইয়ার সাইফ স্পোর্টিং ক্লাবকে। ড্যানিয়েল কলিন্দ্রেসের শেষ সময়ের গোলে সাইফকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে মারিও লেমোসের ঢাকা আবাহনী লিমিটেড।

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে আবাহনীর ওপর বেশ দাপট দেখায় সাইফ স্পোর্টিং ক্লাব। তবে ফরোয়ার্ডদের ব্যার্থতায় ও পারফেক্ট ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি আন্দ্রেস ক্রুসিয়ানির দল। অবশেষে বিরতির পর ৬৯তম মিনিটে সাইফকে এগিয়ে নেন এমেরি বাইসেঙ্গে। ডান দিক থেকে জামাল ভুঁইয়ার ফ্রি কিকে দূরের পোস্টে লাফিয়ে হেডে বল জালে জড়ান রুয়ান্ডা জাতীয় দলের এই ডিফেন্ডার। অবশ্য এর মিনিট ছয়েক বাদেই আবাহনীকে সমতায় ফেরান বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোমেজ। ড্যানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। যা চলতি লিগে এই ফরোয়ার্ডের ষষ্ঠ গোল।

ম্যাচ যখন ১-১ গোলের ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই অঘটন ঘটান সাইফের গোলদাতা এমেরি বাইসেঙ্গে। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা তিন মিনিটের মাথায় কলিন্দ্রেসকে আটকাতে গিয়ে হাতে বল লাগান এই ডিফেন্ডার। স্পট কিকে আকাশি-নীলদের জয় নিশ্চিত করেন ড্যানিয়েল কলিন্দ্রেস। সাত ম্যাচে পাঁচ জয়, এক ড্র ও এক হারে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে তিন জয়, তিন হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। এর আগে অনুষ্ঠিত হওয়া দিনের আরো দুই ম্যাচে মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শেখ জামাল ও গোপালগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জয় পেয়েছে উত্তর বারিধারা।

Previous articleশেষ মুহুর্তের অঘটনে জয় পেলো বারিধারা ; জয় পেয়েছে শেখ জামালও
Next articleজাতীয় দলের কাছে হেরেই সাফের প্রস্তুতি সারলো কিশোরীরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here