বয়সভিত্তিক পর্যায়ে বরাবরই সফল বাংলাদেশের নারী ও পুরুষ ফুটবল দল। এইতো গেলো নভেম্বরে ঘরের মাঠে নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এবার বাংলাদেশের মেয়েদের সামনে আরো একটি নতুন টুর্নামেন্ট। তবে এবার বয়সসীমা কিছুটা নিচে। অর্থাৎ আগামী ১৫ থেকে ২৫ মার্চ ভারতে শুরু হতে যাচ্ছে সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। তবে এই আসরে বাংলাদেশসহ অংশ নেবে মাত্র তিনটি দল।

টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া বাকি দুই অংশগ্রহণকারী দেশ হলো স্বাগতিক ভারত এবং নেপাল। আগামী ১৫ থেকে ২৫ মার্চ ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে বাংলাদেশ, ভারত ও নেপাল। শীর্ষ দলটি হবে চ্যাম্পিয়ন। সাফের অন্তর্ভুক্ত বাকি দেশগুলোর মধ্যে মালদ্বীপ টুর্নামেন্টে নিবন্ধনই করেনি। ভুটান ও শ্রীলঙ্কা নিবন্ধন করলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। শ্রীলংকা করোনার কারণে নাম প্রত্যাহার করেছে। আর ভুটানে ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকবে। ফলে তাদের ফুটবলারদের না পাওয়ায় তারাও এই টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

মাত্র তিন দলের টুর্নামেন্ট হলেও মেয়েদের নিয়ে সিরিয়াস বাফুফে। অন্য দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে না পারলেও দেশেই আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আঠারো না পেরোনো মেয়েরা। তবে প্রথম দুই ম্যাচ জিতলেও সোমবার কমলাপুর স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী দলের কাছে তারা ৩-১ গোলে হেরেছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা এগারোটায় শুরু হওয়া ম্যাচের ১০ম মিনিটেই জাতীয় দলকে এগিয়ে নেন মারিয়া মান্দা। তবে ২৪তম মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে বড়রা, অনূর্ধ্ব-১৮ দলকে সমতায় ফেরান শামসুন্নাহার জুনিয়র। প্রথমার্ধের শেষ দিকে ৪১তম মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে আবারো এগিয়ে যায় জাতীয় দল। এরপর দ্বিতীয়ার্ধে তেমন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল। ৫৪তম মিনিটে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার গোলে জয় নিশ্চিত হয়ে যায় জাতীয় দলের।

আগামী ১৫ থেকে ২৫ মার্চ ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে বাংলাদেশ, ভারত ও নেপাল। শীর্ষ দলটি হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ। ১৫ মার্চ উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত ও নেপাল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৯ মার্চ। ২৩ মার্চ নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ২৫ মার্চ।

Previous articleশেষ মুহূর্তে সাইফের দুঃস্বপ্ন হয়ে আবির্ভূত ড্যানিয়েল কলিন্দ্রেস!
Next articleশারীফির হ্যাট্রিকে পুলিশ এফসির জয় ; মুক্তিযোদ্ধা সংসদের গলার কাঁটা আত্মঘাতী গোল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here