আজ আবার মাঠে ফিরেছে মহিলা ফুটবল লিগ ২০২০-২১ এর খেলা। করোনার মহামারীতে চলমান লকডাউনে খেলা বন্ধ থাকার পর আজ হয়েছে তিনটি খেলা। এতে দিনের শেষ ম্যাচে জয় পেয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। সদ্যপুস্কুরিনী যুব এসসি’কে ১-০ পরাস্ত করে মাইনু মারমা’রা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় ব্রাহ্মবাড়িয়া। মুনমুনের বাড়ানো থ্রু পাস ডান প্রান্ত দিয়ে নিয়ে বক্সে ডুকেন ইলা মনি। ঠান্ডা মাথায় তা দূরে পোস্ট লক্ষ্য করে মারেন এই উইঙ্গার। গোলরক্ষক হাতের ছোয়া লাগালেও তা জালে জড়ানো থেকে রুখতে পারেননি। ফলে লিড নিয়ে বিরতিতে যায় ব্রাহ্মণবাড়িয়া।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় সদ্যপুস্করিনী। বলের নিয়ন্ত্রণ এফসি ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়দের পায়ে থাকলেও দুইবার প্রতি আক্রমনে দারুণ সুযোগ তৈরি করে রংপুরের দল সদ্যপুস্কুরিনী। তবে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেনি তারা। এতে ১-০ গোলের জয় নিশ্চিত হয় এফসি ব্রাহ্মণবাড়িয়ার।

দুই ম্যাচে দুই জয়ে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি’র সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের তিন নম্বরে এফসি ব্রাহ্মণবাড়িয়া। অন্যদিকে এখনও জয় না পাওয়া সদ্যপুস্কুরিনী যুব এসসি টেবিলের তলানীতে অবস্থান করছে।

Previous articleজামালপুরকে হারিয়ে প্রথম জয় কুমিল্লার!
Next article৩০ মে কাতার রওনা হবে জামাল ভুইঁয়া’রা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here