আগামী ১৮ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ওইদিন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারিভাবে ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে।

শেখ রাসেলের স্মৃতিতে আগামী ৩০ তারিখ থেকে শুরু হবে শেখ রাসেল অ-১৮ গোল্ডকাপ। টুর্ণামেন্টে ভেন্যু হিসেবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। সাইফ পাওয়ারটেকের সার্বিক পৃষ্ঠপোষকতায় পর্দা উঠবে উক্ত টুর্ণামেন্টের। টুর্ণামেন্টে অংশ নিবে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩২ টি শাখা। নকআউট পদ্ধতিতেই টুর্ণামেন্ট পরিচালিত হবে। প্রধান অথিতি হিসেবে টুর্ণামেন্টে উদ্ধোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এই প্রসঙ্গে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের কর্ণাধার তরফদার রুহুল আমিন বলেন, ‘প্রথম আয়োজন বলে ঢাকা মহানগরীর ৩২টি দল নিয়ে শেখ রাসেল গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে ভবিষ্যতে গ্রামগঞ্জেও টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা আছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শিশুদের মধ্যে ফুটবল ছড়িয়ে দিতে চাই।’

এছাড়া আজ বুধবার রাজধানীর এক হোটেলে আয়োকরা জানান টুর্ণামেন্টে বিজয়ী দল ২ লাখ,রানারআপ দল ১ লাখ টাকা পাবে। এছাড়াও টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা,সেরা খেলোয়াড়,ম্যাচ সেরার জন্যেও রয়েছে পুরষ্কার। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহীদুল্লাহ্ জানান, আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করবেন।

Previous articleযে কারণে সাফে নেই এলিটা কিংসলে!
Next article২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু মৌসুম; লিগ হবে ঢাকার বাহিরে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here