নারী ফুটবল লিগে সহজ জয় পেয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি ও কাঁচিঝুলি এসসি। আতাউর রহমান এসসি ৩-০ গোলে পরাজিত করেছে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে। দিনের অন্য ম্যাচে ৩-১ গোলে সদ্যপুস্কুরিনী যুব এসসি’কে হারিয়েছে কাঁচিঝুলি এসসি।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমন চালায় আতাউর রহমান এসসি’র খেলোয়াড়রা। ম্যাচের ১১ মিনিটে শাহেদার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে তা জালে জড়িয়ে দলকে লিড এনে দেন মার্জিয়া। এরপর ২৪ মিনিটে স্কোর শিটে নাম তুলেন শাহেদা। বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোড়ালো শটে গোল করেন তিনি৷ এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আতাউর রহমান এসসি।
বিরতির পর নিজেদের আরো গুছিয়ে নিয়ে আক্রমন চালাতে থাকে নবাগত আতাউর রহমান এসসি’র খেলোয়াড়রা। ম্যাচের ৬২ মিনিটে বক্সে বাইরে থেকে বল জালের ঠিকানায় পৌঁছে দলকে ৩-০ গোলের লিড এনে দেন স্বপ্না। বিপক্ষ কাঁচারিপাড়া একাদশকে কোন সুযোগই দেয়নি তারা। এতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে প্রাধান্য বিস্তার করে জয় পায় কাঁচিঝুলি একাদশ। খেলার মাত্র ৮ মিনিটেই শিখার গোলে সদ্যপুস্কুরিনী যুব এসসি’র বিরুদ্ধে লিড নেয় দলটি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে মারুফা। এরপর দলের পক্ষে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন শিখা। এতে ৩-০ গোলে লিড নিয়ে স্বস্তিতে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে সদ্যপুস্কুরিনী ঘুরে দাড়ানোর চেষ্টা করে। ৭২ মিনিটে সুমাইয়া তাদের পক্ষে একটি গোল শোধ দিলেও তা হার এড়াতে যথেষ্ট ছিলো না। এতে ৩-১ গোলের সহজ জয় পায় কাঁচিঝুলি এসসি।




