বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ (বিসিএল)-এ নিজেদের অবনমন বাঁচালো ওয়ারী ক্লাব। ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে জয়ের ফলে দলটি অবনমনের হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে জয় পেয়েছে লিটল ফ্রেন্ডস ক্লাব।

আজ বিসিএলে মুখোমুখি হয়েছে ওয়ারী ক্লাব এবং ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব। ম্যাচে রেঞ্জার্সদের ২-১ গোলে পরাজিত করে ওয়ারী। ম্যাচের প্রথমার্ধেই এক গোলে এগিয়ে ওয়ারী ক্লাব। ম্যাচের ৩৫ মিনিটে সাইফুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। এরপর ওয়ারীর দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে। ম্যাচের ৪৬ মিনিটের মাথায় গোলটি করেন সাব্বির আহমেদ অপূর্ব।

পরবর্তীতে ম্যাচের একেবারে শেষ দিকে এসে ঢাকা রেঞ্জার্স ক্লাব এক গোল শোধ করে। ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে গোলটি করেন মোহাম্মদ আল-আমিন রহমান।

দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিলো লিটল ফ্রেন্ডস ক্লাব এবং বাফুফে এলিট একাডেমি। ম্যাচটিতে ১-০ তে জয় পায় লিটল ফ্রেন্ডস ক্লাব। দলটির হয়ে একমাত্র গোলটি করেন আসিফ মাহমুদ।

দিনের সর্বশেষ খেলায় মাঠে নেমেছিলো উত্তর বারিধারা ক্লাব এবং পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। দুইদলের মধ্যকার এই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

Previous articleবাংলাদেশের যুবাদের স্বপ্নভঙ্গ, সাফের শিরোপা জিতলো ভারত
Next articleরবির ‘সুপার রবিবার’ অফারে হামজা চৌধুরীর হোম ম্যাচ দেখার সুযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here