বাংলাদেশ প্রিমিয়ার লিগের শনিবারের ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে রহমতগঞ্জ।
প্রথমার্ধের শুরুতে আবাহনী কিছুটা সতর্ক থেকে খেললেও পুলিশ এফসি আক্রমণাত্মক শুরু করে। ১৭তম মিনিটে পুলিশের আল-আমিন, দীপক জটলার মধ্যে গোলের সুযোগ নষ্ট করেন। তবে ২৩তম মিনিটে মানিক মোল্লার পাস থেকে আকাশ নিখুঁত কোনাকুনি শটে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ৪৩তম মিনিটে আবাহনীর খেলোয়াড়ের দূরপাল্লার শট পুলিশ গোলরক্ষক ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন।
বিরতির পর পুলিশ এফসি মরিয়া হয়ে গোল পরিশোধের চেষ্টা করলেও সফল হতে পারেনি। ৮৮তম মিনিটে ইমন ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দ্বিতীয় গোল করেন, যা আবাহনীর জয় নিশ্চিত করে।
অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জ ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। ম্যাচের শুরুতে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় ফকিরেরপুল। তবে পেনাল্টি থেকে আকোবির তুরায়েভ সমতায় ফেরান রহমতগঞ্জকে।
দ্বিতীয়ার্ধে ফকিরেরপুলের বিপর্যয় শুরু হয় সাব্বির হোসেনের আত্মঘাতী গোলে। এরপর তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং ছয় মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন। যোগ করা সময়ে রাজন হাওলাদার রহমতগঞ্জের পক্ষে শেষ গোলটি করেন।
আজকের জয়ে আবাহনী লিমিটেড ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে। রহমতগঞ্জ সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে। পুলিশ এফসি তৃতীয় হারের পর ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে। ইয়ংমেন্স তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে।