বিদেশী বিহীন দল নিয়েও জয় দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে আবাহনী লিমিটেড। ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে পরাজিত করেছে মারুফুল হকের শিষ্যরা। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অবশ্য আবাহনীর জন্য ম্যাচটা বেশ কঠিন করে তুলে ফকিরেরপুল। দলে বিদেশি খেলোয়াড় থাকার প্রভাব দেখা যাচ্ছিলো তাদের খেলায়। অবশ্য আবাহনীও ভালোই চেষ্টা চালিয়েছে।প্রথমার্ধের খেলা গোলশূন্য শেষ হয়।

দ্বিতীয়ার্ধে এসে ভাঙ্গে ডেডলক। ৭১ মিনিটে প্রথম গোল পায় আবাহনী। কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী গোলকিপারকে পরাস্ত করে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন। আবাহনী ব্যবধান দ্বিগুণ করেন জাফর ইকবাল। যোগ করা অতিরিক্ত সময়ে আবাহনীর খেলোয়াড়কে ডিবক্সে ফাউল করা হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে জাফর ইকবাল গোলকিপারের ডান দিক দিয়ে সহজেই জাল খুঁজে নেন। এতেই ২-০ গোলে জয় নিশ্চিত হয় আবাহনীর।

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএস ৩-১ গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে। প্রথমার্ধে ফর্টিস ম্যাচ নিয়ন্ত্রণ করলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় রহমতগঞ্জ। ৫৯ মিনিটে মাহমুদ ওশি লক্ষ্যভেদ করে পুরোনো ঢাকার দলকে এগিয়ে নেন। ৬৭ মিনিটে মিনিটে মোস্তফার পাস থেকে বল পেয়ে তাজ উদ্দিন ব্যবধান দ্বিগুণ করেন। ৭০ মিনিটে ফেলিক্স তেতে তৃতীয় গোল করেন। ফর্টিস এফসি তখনই ম্যাচ থেকে ছিটকে যায়। ৭৪ মিনিটে মানিক ফর্টিসের পক্ষে একটি গোল শোধ দিলেও আর লাভ হয়নি। ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

Previous articleবাফুফের পুনঃনির্বাচনে মনি’র জয়!
Next articleহামজা ইস্যু নিয়ে তাবিথ আওয়ালের জবাব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here