ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তাদের মাটিতে অবশ্য সুবিধা করতে পারেনি পিটার বাটলার শিষ্যরা। ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে আফিদা-রিপারা।

সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের ৮ম মিনিটেই পিছিয়ে পড়ে বাটলার শিষ্যরা। আরব আমিরাতের হয়ে গোল করেন এলিজাবেথ। এরপর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিক ফরোয়ার্ড জর্জিয়া।

৩৫তম মিনিটে অবশ্য ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন অধিনায়ক আফিদা খন্দকার। প্রথমার্ধ শেষ হয় এই স্কোরলাইনেই। তবে দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে জর্জিয়ার দ্বিতীয় গোল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

Previous articleশেখ মোরসালিনের মামলা নিয়ে মুখ খুললেন জাতীয় দলের ম্যানেজার
Next articleবসুন্ধরা কিংসের ডেরায় নতুন ৪ বিদেশি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here