বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি’র ৩য় নিয়মিত সভা আজ বিকালে বাফুফে বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন ফুটবল মৌসুম নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

২০২৫-২০২৬ ফুটবল মৌসুমে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশগ্রহকারী ক্লাবসমূহ ৫ জন বিদেশী খেলোয়াড় নিবন্ধন করতে পারবে এবং ৩ জন খেলায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও বয়স ভিত্তিক ১ জন খেলোয়াড়কে খেলা শুরুর তালিকায় রাখতে হবে। প্রতিটি দল মোট ৫ জন বয়স ভিত্তিক খেলোয়াড়কে নিবন্ধন করতে হবে, যাদের জন্ম সাল ০১ জুন ২০০৬ হতে ৩১ মে ২০০৯ সাল পর্যন্ত হতে হবে।

আসন্ন মৌসুম থেকে বাফুফের কার্য্যনির্বাহী কমিটি, বাফুফে স্ট্যান্ডিং ও এ্যাডহক কমিটির কোন সদস্য টিম বেঞ্চের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে না।

খেলায় অংশগ্রহকারী ক্লাবসমূহ তাদের নিজ নিজ দলের সকল খেলোয়াড় ও অফিসিয়ালগণের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে ফিফা কানেক্টে রেজিস্ট্রেশন করতে হবে।এখন থেকে ইন্টিগ্রিটি নিশ্চিত করার জন্য টিম বেঞ্চে রেকর্ডার থাকবে।

এবারের ফুটবল মৌসুমে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়া সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের আওতাধীন দেশসমূহের খেলোয়াড়দেরকে লোকাল খেলোয়াড় হিসেবে নিবন্ধন করা যাবে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটি’র চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি জনাব মো: ইমরুল হাসান। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous articleএএফসি অ-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশ
Next articleইউরোপের কোনো দেশের সঙ্গে খেলতে চায় বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here