বাংলাদেশের তরুণ ফুটবলারদের পেশাদার ফুটবল অঙ্গনে প্রবেশের প্রথম ধাপ হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। ২ বছরের বিরতি কাটিয়ে এই মৌসুমে আবারো মাঠে গড়াচ্ছে তরুন ফুটবলারদের উঠে আসার অন্যতম প্রধান উৎস পাইওনিয়ার লিগ। করোনার কারণে এবারের লিগে শুধুমাত্র ঢাকা জেলার দলগুলো অংশ নেবে। ঢাকা মহানগরী লিগ কমিটির পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এবারের পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মেডিকেল টেস্টসহ নানান কারণে এখনো মাঠে গড়ায়নি পাইওনিয়ার ফুটবল লিগ।

তবে এবার আসার আলো দেখছে তরুণ ফুটবলারদের পেশাদার ফুটবলে প্রবেশ করার প্রধান উৎস হিসেবে পরিচিত পাইওনিয়ার লিগের এবারের আসর। বুধবার অনুষ্ঠিত ঢাকা মহানগরী লিগ সম্পর্কিত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সভাপতিত্বে সভায় সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় পাইওনিয়ার লিগ সম্পর্কিত বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের পাইওনিয়ার লিগের স্পন্সর হিসেবে বাফুফের মহানগরী লিগ কমিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়াও পাইওনিয়ার লিগের দলগুলোর ফুটবলার নিবন্ধনের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়। এর পাশাপাশি পাইওনিয়ার লিগের খেলা ঈদুল ফিতরের পর শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Previous articleজাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেলেন সাবেক সাফ জয়ী খেলোয়াড়
Next articleঅনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দল ঘোষণা বাংলাদেশের; দেশ ছাড়বে শনিবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here