ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সফরকারীদের পাত্তাই দেয়নি স্বাগতিকরা। দলের হয়ে জোড়া গোল করেছেন তরুণী ফরোয়ার্ড তহুরা খাতুন। অবশ্য ম্যাচের পর সংবাদ সম্মেলনে তহুরা দিয়েছেন চমকপ্রদ তথ্য, একসময় নাকি ফুটবল থেকেই সরে যেতে চেয়েছিলেন!

বয়সভিত্তিক পর্যায়ে দারুন ফুটবল নৈপুণ্য দেখিয়েছেন তহুরা। কিন্তু জাতীয় দলে সাবিনা-কৃষ্ণাদের ফর্ম ও অভিজ্ঞতার জন্য তাকে মূলত বদলি হিসেবেই খেলতে হয়েছে। মাঠে নামতে না পারার সঙ্গে যুক্ত হয়েছিল তার শারীরিক অসুস্থতা। তাই ফুটবল থেকেই বিদায় নিতে চেয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তহুরা বলেন,

‘আসলে আমি একটা সময় লিটু স্যারকে বলেছিলাম খেলা ছেড়ে দেব। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মানসিকভাবেও বিপর্যস্ত। স্যার আমাকে খেলা ছাড়তে দেননি। আরও উদ্দীপ্ত করেছেন। তাই স্যারের প্রতি কৃতজ্ঞতা।’

এরপর সিঙ্গাপুরের বিপক্ষে জয় নিয়ে কথা বলেন তহুরা খাতুন। এ বিষয়ে কথা বলতে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে কম ম্যাচ খেলার আক্ষেপ,

‘আসলে আমাদের তো ম্যাচ কম খেলা হয়। সিঙ্গাপুর আমাদের কাছে কিছুটা অচেনা ছিল। আমারা যেভাবে খেলতে চেয়েছিলাসম, স্যার (কোচ) যেভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন সেভাবেই খেলার চেষ্টা করেছি। আমাদের সবারই লক্ষ্য ছিল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার। সামনের ম্যাচে আরো ভালো খেলার চেষ্টা করবো।’

Previous articleসাবিনাদের কাছে পাত্তাই পেলো না সিঙ্গাপুর নারী ফুটবল দল
Next articleএ মাসেই মাঠে গড়াবে প্রিমিয়ার লীগের নতুন মৌসুম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here