নারী ফুটবলে দেশের জন্য অনন্য অবদান রাখায় সরকার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদকে ভূষিত করার ঘোষণা দিয়েছে। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, যা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিককে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রীড়ায় এবছরের একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এ তথ্য জানান।

২০২২ ও ২০২৪ সালে টানা দুই সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশ নারী ফুটবল দল। দুইবারই হিমালয় কন্যা নেপালে স্বাগতিকদের ফাইনালে হারিয়ে টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করে বাঘিনীরা। সে সাফল্যের কারণেই এবার একুশে পদকের জন্য মনোনীত হলো নারীরা।

Previous articleবাধ্যতামূলক হচ্ছে জেলা লিগ!
Next articleকোচ-ফুটবলার দ্বন্দ্বে তদন্ত শেষ, সিদ্ধান্ত সভাপতির হাতে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here