আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘১৯ তম এশিয়ান গেমস’। চীনে বসতে চলেছে এশিয়ান গেমসের ১৯ তম আসর। এশিয়ান গেমসকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বমোট ২২ জন খেলোয়াড় নিয়ে চূড়ান্ত দল সাজিয়েছে ফেডারেশন।
২২ জনের এই চূড়ান্ত দলে ডাক পেয়েছে রূপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রাণী মন্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মগিনী, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, মার্জিয়া, স্বপ্না রাণী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী সরকার, তাহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা, মোসাঃ সুরমা আক্তার, সুমাইয়া মাতসুসীমা এবং মারিয়া মান্ডা।