বিপিএল প্রত্যাবর্তন করা ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে নতুন করে যেন ফুটবল খেলা শেখালো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ লীগের প্রথম দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মাঠে নামে। ম্যাচে ৬-০ গোলের বড় জয় পায় মোহামেডান।

ম্যাচের শুরু থেকে মাঠে মধ্যে যেন নিজেদের খুঁজেই পাচ্ছিলো না ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। খেলোয়াড়দের খেলায় মনোযোগের কোনো বালাই ছিলো না। সবচেয়ে বেশী হতাশার জায়গা হয়ে দাঁড়ায় গোলরক্ষক। বিপরীতে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের স্বভাবসুলভ খেলা শুরু থেকে চালিয়ে যায়। এতে করে ম্যাচে ওয়ান্ডারার্সের থেকে যোজন যোজন এগিয়ে থাকে লীগের বর্তমান রানার্সআপ দল মোহামেডান।

এবারের মৌসুমে মোহামেডানের হয়ে গোলের শুরুটা করেন ইমানুয়েল সানডে। ম্যাচের মাত্র ৬ মিনিটে ঘানাইয়ান মিডফিল্ডার আর্নেস্ট বোথেংয়ের থ্রু পাস থেকে গোলকিপারকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন এই নাইজেরিয়ান। ১৯ মিনিটে ওয়ান্ডারার্সের গোলরক্ষক সাইফুল খানের ভুল পাস থেকে বল পেয়ে যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিনহাজুল আবেদীন রাকিব। বল পেয়ে নিজেই শট নেন এবং এবারের লীগে নিজের গোলের খাতা খুলেন।

২৪ মিনিটের সময় ব্যবধান তিনগুণ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে আরিফ হোসেনের হালকা করে তুলে দেওয়া বল বক্সের ভেতরে থেকে হেড করে গোল করেন মোহামেডানের গোল মেশিন সোলেমান দিয়াবাতে। মোহামেডানের আক্রমণের বিপরীতে ওয়ান্ডারার্সের প্রতি আক্রমণ ছিলো একেবারে শূণ্যের কোটায়। বার কয়েক বল নিয়ে মোহামেডানের রক্ষণে যেতে পারলেও বড় কোনো বিপদ তৈরি করতে পারে নি।

৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে মোহামেডান। দ্বিতীয়ার্ধেও গোল করার চেষ্টা চালায় সাদা-কালোরা। তবে গোল পেতে বেগ পেতে হয় তাদের। অন্যদিকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব দ্বিতীয়ার্ধেও তেমন সুবিধা করে উঠতে পারছিলো না। এইদিকে ৮০ মিনিটের মাথায় মোহামেডানের আর্নেস্ট বোথেং গোল করে বসেন। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-০ তে। ৮৯ তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সোলেমান দিয়াবাতে। বক্সের সামনে থেকে মোহামেডানের উজবেক মিডফিল্ডার মুজাফর মুজাফরোভের বাড়ানো পাস থেকে গোল করে দিয়াবাতে। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে দেওয়ান সৌরভ গোল করে ষোলকলা পূরণ করে। ম্যাচ শেষে ৬-০ গোলে জয় মোহামেডান।

দিনের অন্য ম্যাচে মাঠে নামে ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ। সেই ম্যাচ পুলিশ এফসিকে ২-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। ২৩ মিনিটে মেডি কেসের গোলে লিড পায় ব্রাদার্স। ৪৪ মিনিটে মানিক মোল্লার গোলে ম্যাচে সমতা খুঁজে পায় পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় জাকারিয়া ডারবোয়ের গোলে ম্যাচে আবারো লিড পেয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। পরবর্তীতে সেই গোল আর শোধ দিতে পারে নি পুলিশ এফসি। এতে করে ২-১ গোলের জয় দিয়ে লীগের শুভসূচনা করে ব্রাদার্স ইউনিয়ন।

Previous articleআজ মাঠে গড়াচ্ছে পেশাদার লিগ
Next articleভেন্যু নিয়ে সমর্থকদের প্রশ্নের মুখে বাফুফে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here