নেপাল (প্রীতি) ও ভারতের (এএফসি বাছাই) বিপক্ষে ম্যাচ সামনে রেখে গত বৃহস্পতিবার শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার অনুপস্থিতিতে জামাল ভূঁইয়াসহ ১৪ ফুটবলার অনুশীলন করছেন মাঠে ঘাম ঝরিয়ে।

আগামীকাল দেশে ফিরছেন স্প্যানিশ কোচ ক্যাবরেরা। ঢাকায় পৌঁছে দলের অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি। গণমাধ্যমের মুখোমুখিও হতে পারেন এই কোচ।

১৪ জনের এই দলে নেই হামজা চৌধুরী ও শমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে আজ সকালে ম্যাচ খেলেছেন শমিত, সামনে রয়েছে প্লে-অফ ফাইনাল—১০ নভেম্বর। এরপর ১১ নভেম্বর ঢাকায় যোগ দেবেন এই মিডফিল্ডার। অন্যদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে ম্যাচ খেলবেন হামজা; ম্যাচ শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের ‘নম্বর এইট’।

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন ১০ ফুটবলার—গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন; মিডফিল্ডে দুই সোহেল রানা, মোহাম্মদ হৃদয়; ফরোয়ার্ড রাকিব, শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ ফাহিম।

একদিন আগে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফিরেছে কিংসের খেলোয়াড়রা। ওয়ার্কলোডের কারণে আপাতত ক্যাম্পে ফুটবলার ছাড়ছে না ক্লাবটি। আগামী ৭ নভেম্বর জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন শ্রাবণ-রাকিবরা।

আগামী ১৮ নভেম্বর এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে।

Previous articleএবারও দলে নেই কিউবা মিচেল
Next articleক্যাবরেরা ফিরেছেন, কিংস ফুটবলার ছাড়েনি — অপূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here