কিরগিস্তান ফুটবল ফেডারেশনের আয়োজনে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়াও স্বাগতিক অলিম্পিক দলের বিরুদ্ধেও একটি ম্যাচে অংশ নিবে জামাল ভূঁইয়ারা। শুক্রবার দিবাগত রাত পৌনে ১ টায় রওনা হয়েছে তারা।

শেষ দিকে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মাসুক মিয়া জনি এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। তাই তাকে দেশে রেখেই উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন রেজাকে নিয়ে বিমান ধরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ম্যানেজার বিহীন বাংলাদেশ দলের বহরে রয়েছে ২৩ জন ফুটবলার এবং কোচ ও অফিসিয়ালসহ ৯ জন।

কিরগিজস্তান সফরের জাতীয় ফুটবল দল

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা।

ডিফেন্ডার : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন,  রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সোহেল রানা, সাদ উদ্দিন, নায়েব মো. তাহমিদ ইসলাম।

ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।

Previous articleজয় পেল সাইফ ও চট্টগ্রাম আবাহনী
Next articleলা লিগা’তে বাংলাদেশী বংশোদ্ভূত জিদান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here