বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে জিকুর গোলে এগিয়ে যায় ব্রাদার্স। শেষ পর্যন্ত আর স্কোরলাইনে পরিবর্তন না এলে পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।

একই মাঠে দিনের প্রথম ম্যাচে ফর্টিস একাডেমির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাফুফে এলিট একাডেমি। পুরো ম্যাচ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই ডেডলক ভাঙতে পারেনি। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুইদলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here