সোল দে মায়োর জার্সিতে নিজের অভিষেকের মুহুর্তটা ছবির মতো রাঙিয়ে রাখলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার গোলেই ২-১ ব্যবধানে জয় পেয়েছে সোল দে মায়ো।
নিজের অভিষেক ম্যাচে দলের অধিনায়কের দায়িত্ব পান জামাল ভূঁইয়া। ৩০ তম মিনিটে সোল দে মায়ো ম্যাচে এগিয়ে যায়। মায়োর হয়ে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ফার্নান্দো ভালদেবেনিতো। মায়োর হয়ে দ্বিতীয় গোলটি করেন জামাল ভূঁইয়া। জামালের গোলটি আসে পেনাল্টি থেকে। এতে করে নিজের অভিষেক ম্যাচেই মায়োর জার্সিতে নিজের গোলের খাতা খুলে ফেলেন জামাল।
পরবর্তীতে ম্যাচের ৮৭ মিনিটে প্রতিপক্ষ সিএ জার্মিনাল দলের খেলোয়াড় অবরেদোর একটি গোল শোধ করলে খেলার ব্যবধান দাঁড়ায় ২-১ এ। এরপর দুইদলই কোনো গোল না করতে পারলে অভিষেক ম্যাচেই জয়ের দেখা পায় জামাল ভূঁইয়া ও তার দল সোল দে মায়ো।