সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ -এ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল (২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর সোয়া তিনটায় স্বাগতিকদের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত বুধবার নেপাল পৌঁছায় বাংলাদেশ দল।
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের আগে গত দুইদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন সেড়ে নিয়েছে সাইফুল বারী টিটু শিষ্যরা। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে দলের ফুটবলারদের নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ কোচ। নেপাল ম্যাচের আগে সাইফুল বারী টিটু বলেছেন, “টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ন। বিশেষকরে যে ফরম্যাট (লিগ পদ্ধতি), যা অনূর্ধ্ব-১৯ এ ও ছিল। যেখানে প্রথম ম্যাচটা জেতা খুব জরুরী। তাহলে ফাইনালের দিকে এক পা দিয়ে রাখা যাবে।”
তবে ম্যাচটা যে নেপালের ঘরের মাঠে সেটাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ। দর্শকদের চাপ সামলে মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটাই দেখতে চান বাংলাদেশ কোচ, “এটা নেপালের জন্য হোম ম্যাচ। দর্শকদের চাপটা থাকবে। ঐটা আমরা কিভাবে ওভারকাম করবো… প্লেয়াররা কিভাবে মাঠের বাইরের সবকিছু মোকাবেলা করে তাদের স্বাভাবিক পারফরম্যান্সটা বজায় রাখতে পারবে সেটাই থাকবে আমাদের মূল লক্ষ্য।”
এদিকে দলের কিশোরী ফুটবলাররাও নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচে ভালো করতে চান তারা। দলের আক্রমণভাগের ফুটবলার সাথী মুন্ডা বলেছেন, “আমাদের প্রস্তুতি অনেক ভালো। ইনশাআল্লাহ চেষ্টা করবো নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার।”