গতকাল এএফসি কাপে বসুন্ধরা কিংসের যাত্রা শেষ হয়েছে। এইদিনই ঘোষণা হয়েছে কিরগিস্তানে ত্রিদেশীয় ফুটবল সিরিজের বাংলাদেশ জাতীয় দল। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংসের ৯ জন খেলোয়াড়।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মালদ্বীপ থেকেই কিরগিস্তানের বিমান ধরার কথা ছিলো তালিকাভুক্ত খেলোয়াড়দের। কিন্তু ভিসা ও ফ্লাইট জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। ফলে কিংসের বাকি খেলোয়াড় সহ তারাও দেশে ফিরবে। এরপর ২৮ আগস্ট জাতীয় দলের বাকি সদস্যদের সাথেই কিরগিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে।
বসুন্ধরা কিংস আজ রাতে মালদ্বীপ থেকে রওনা হয়ে আগামীকাল রাতে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপরই জাতীয় দলে সুযোগ প্রাপ্ত খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিবে।