বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ বিকাল ৪:৪৮ মিনিটে ঢাকায় পৌঁছেছে। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের আসাম থেকে রাজধানীতে ফেরে হামজা-জামালরা।

শিলং থেকে আজ সকালে বাংলাদেশ দল আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হয়। সেখান থেকে তারা কলকাতার বিমানে চড়ে। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ভারতের স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায়।

বাংলাদেশ দল গতকাল এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলেছে। শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচটি ০-০ গোলে ড্র হলেও, বাংলাদেশ দল শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে, যা ফুটবলপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

বাংলাদেশ দলের ইংল্যান্ড বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী দেশে ফিরলেও তার কাল সকালে ঢাকা থেকে ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে। আজ ঢাকাতেই রাত কাটাবেন তিনি।

Previous articleড্র করে নিজেদের ভাগ্যবান ভাবছেন ভারতের কোচ
Next articleসবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ ছাড়লেন হামজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here