পরপর দুইবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নারী ফুটবলাররা বারংবার সাফল্য এনে দিলেও নারী ফুটবলে তেমন কোনো উন্নয়ন চোখে পড়ে না। উল্টো মাসের পর মাস খেলোয়াড়দের বেতন বকেয়া হতে থাকে। তবে নতুন বাফুফের নেতৃত্বে নতুন কিছুর প্রত্যাশা করছে সকলে। বাফুফের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতিও নারী ফুটবল নিয়ে আশার বাণী শুনিয়েছেন।
নারীদের ফুটবল নিয়ে আজ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নারী ফুটবলের উন্নয়ন নিয়ে আশ্বাস দিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। আজ বাফুফে ভবনে টানা দুইবার সাফজয়ীদের জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা অর্থিক পুরষ্কার প্রদান করেছেন। বাফুফেও সাফজয়ী ফুটবলাদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করবেন বলে জানান বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান।
মেয়েদের বেতন কাঠামো নির্ধারণ, বকেয়া পরিশোধের কথাও উল্লেখ করেন তার বক্তব্যে। এসব ব্যাপারে আরো তথ্য ৯ তারিখের বোর্ড মিটিংয়ের পর নির্ধারণ হবে এবং দেশের সামগ্রিক ফুটবল নিয়ে আরো ভালোভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি,
“নয় তারিখে যেহেতু আমাদের প্রথম মিটিং, সেহেতু আমরা ওইদিন সকল বিষয় নিয়ে আলোচনা করবো। তাদের চুক্তি নবায়ন করা, চুক্তি ধরণ কি হবে, তাদের বেতন বাড়বে কিনা সবকিছুই নয় তারিখে আলোচনা করবো।”
মেয়েদের ঘরোয়া লীগে তেমন একটা জাকজমক লক্ষ্য করা যায় না। তবে এবার থেকে মেয়েদের ঘরোয়া লীগকে আরো সমৃদ্ধ করার মাধ্যমে জাতীয় দলকে আরো শক্তিশালী করা এবং প্রিমিয়ার লিগের দল গুলো যাতে নারী দল গঠন করে সে ব্যাপারে আরো তৎপর হওয়ার কথা যানান। তিনি বলেন,
“আমাদের ভাবনায় আছে মেয়েদের ঘরোয়া লীগকে আরো আকর্ষণীয় করে তোলা, প্রিমিয়ার লীগের দলগুলো যাতে নারী লীগে তাদের দল গঠন করে তার জন্য আমরা বাধ্য করবো।”