ড. মুহাম্মদ ইউনুসের প্রাপ্তির খাতায় যুক্ত হলো নতুন আরেকটি পুরষ্কার। তিনি ফুটবলের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করার জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিট কর্তৃক পুরষ্কৃত হয়েছেন। বিশ্ব ফুটবলে অনন্যসব অবদানের জন্য এই পুরষ্কার দেওয়া।
ওয়ার্ল্ড ফুটবল সামিট হলো এমন একটি কেন্দ্র, যেখানে ফুটবলের মানোন্নয়নের পাশাপাশি ফুটবলের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছরই ফুটবলের উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকা ব্যক্তিবর্গদের ওয়ার্ল্ড ফুটবল সামিট কর্তৃক পুরষ্কার প্রদান করা হয়। এবছরে সেই পুরষ্কার পেয়েছেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনুস। তিনি ছাড়াও এই বছর আরো তিনজন এই পুরষ্কার পেয়েছেন। তারা হলেন ফিলিস্তিনের হেলেন আলুজাইজি, ডেনমার্ক জাতীয় দলের খেলোয়াড় নাদিয়া নাদিন এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের মহাসচিব সেরি উইন্ডসর পল জন।
তবে ড. মুহাম্মদ ইউনুসের এই পুরস্কার প্রাপ্তি নিয়ে রয়েছে ধোঁয়াশা! কিসের ভিত্তিতে এই পুরস্কার পেলেন তিনি? দেশের ফুটবলের সঙ্গে তো তার কোন সম্পৃক্ততা নেই, তাহলে কোন দিগন্ত উন্মোচনের স্বীকৃতি পেলেন তিনি?