সপ্তাহখানেক জীবন-মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের তারকা খেলোয়াড় নওশেরুজ্জামান। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতাল ও গ্রীন লাইফ হয়ে শেষ পর্যন্ত ইবনে সিনায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। তবে তার অবস্থার উন্নতি হয় নি বরং ছিলেন লাইফ সাপোর্টে। স্বাধীন বাংলা ফুটবল দলের এই তারকা খেলোয়াড়ের বয়স হয়েছিল ৭২।
ফুটবল ছাড়াও ক্রিকেটে সমান পারদর্শীতা ছিল তার। মোহামেডানের মতো দলে নিয়মিত খেলে গেছেন সাবেক এই ওপেনার। এছাড়া ভিক্টোরিয়াতে তিন ও কলাবাগানে খেলেছেন পাঁচ বছর। স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য নওশের ছিলেন নামি স্ট্রাইকার।
স্বাধীনতার আগে খেলেছেন রেলওয়ে, ওয়ারী, ফায়ার সার্ভিস ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। স্বাধীন বাংলা দলের হয়ে ভারতের বিভিন্ন জায়গায় খেলেছেন তিনি। স্বাধীন বাংলাদেশে ওয়াপদাতে ১৯৭২ থেকে ১৯৭৪, মোহামেডানে ১৯৭৫ থেকে ১৯৭৭ ও ওয়ান্ডারার্সে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খেলেছেন। আর জাতীয় দলে ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত খেলেছেন সুনামের সঙ্গে।
খেলাধুলায় বিশেষ অবদানের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু’ পাওয়া সাবেক এই স্ট্রাইকারকে একটা আক্ষেপ নিয়েই ছাড়তে হলো পৃথিবী। মৃত্যুর আগে স্বাধীন বাংলা ফুটবল দলের আনুষ্ঠানিক স্বীকৃতি দেখে যাওয়া হলো না তার।
আজ সকাল ১০ টায় তাকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হবে।