বাংলা এল-ক্লাসিকো’-তে বসুন্ধরা কিংসের দাপট আবারো বজায় থাকলো। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দশম রাউন্ডে চরম উত্তেজনাপূর্ন ম্যাচে কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচে মিগেল ফিগুইরার জোড়া গোলে আবাহনী লিমিটেডকে ২-১ গোলে পরাজিত করে বসুন্ধরা কিংস।

 

ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর পাস থেকে বক্সের ভেতরে অরক্ষিত অবস্থায় থাকা মিগেল ফিগুইরা বাম পায়ের আলতো করে বাঁকানো শটে প্রথম গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। তবে ম্যাচ সমতা ফেরাতে বেশীক্ষণ সময় নেয় নি আবাহনী। ৩৭ মিনিটে মাঠের বামপ্রান্ত থেকে আবাহনীর কোস্টারিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিড্রেন্সের কর্ণার কিক থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরায় রেজাউল করিম।

 

ম্যাচের দ্বিতীয়ার্ধে আবারো মিগেল ফিগুইরা ম্যাজিকে ম্যাচে লিড পেয়ে যায় বসুন্ধরা কিংস। ডরিয়েল্টন গোমেজের পাস থেকে আবাহনীর তিনজন ডিফেন্ডারকে টপকে গিয়ে গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে প্রতিহত করে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ম্যাচের শেষ অব্দি এই লিড ধরে রাখতে পারলে ২-১ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে ব্রুজন বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here