বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল)- এ পয়েন্ট তালিকার দ্বিতীয়তে উঠে এসেছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। আজ তারা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলো। ফরাশগঞ্জের বিপক্ষে জয় তাদেরকে পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠতে সাহায্য করেছে।

আজ বিসিএলে মুখোমুখি হয়েছিলো পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ম্যাচে ফরাশগঞ্জকে ১-০ তে পরাজিত করেছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। দলের হয়ে একমাত্র গোলটি করেছে মোহাম্মদ শরীফ। এই জয়ে ৫ ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ১ ড্র ও ১ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়তে উঠে এসেছে পিডাব্লিউডি। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পিডাব্লিউডি থেকে একধাপ পিছিয়ে আছে বাফুফে এলিট একাডেমি।

দিনের অন্য আরেক খেলায় মাঠে নামে ঢাকা রেঞ্জার্স ক্লাব ও লিটল ফ্রেন্ডস ক্লাব। এই ম্যাচে লিটল ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ঢাকা রেঞ্জার্স ক্লাব। ম্যাচে প্রথম লিড লিটল ফ্রেন্ডস ক্লাব নিলেও ম্যাচের একেবারে শেষদিকে ঢাকা রেঞ্জার্স ক্লাবের আরিয়ান শিকদারের জোড়া গোল তুলে নেয় তার দল। ম্যাচে লিটল ফ্রেন্ডস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেছে আমির আলী।

Previous articleআত্মবিশ্বাসী ভারত; বাংলাদেশের বিপক্ষে জয় চাই মানোলো মার্কুয়েসের
Next articleতামিমের জন্য হামজা-জামালদের দোয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here