বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই লক্ষ্য সামনে রেখে বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন শুরু করেছে দল। তিন ধাপে প্রস্তুতি গ্রহণ করবে বাংলাদেশ দল। প্রথম ধাপে ঢাকায় অনুশীলন চলবে, এরপর সৌদি আরবে নিবিড় প্রশিক্ষণের জন্য যাবে কাবরেরার দল। শেষ ধাপে ১৭ মার্চ দল ফিরে শিলংয়ে গিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সংবাদমাধ্যমকে জানান, “শারীরিক ও মানসিকভাবে ভারত ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আগেও বলেছি, এটি শিহরণ জাগানিয়া ম্যাচ হবে। ছেলেরা দারুণ অনুপ্রাণিত, এবং যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাচ্ছি। আশা করি ভারতের বিপক্ষে ভালো কিছু অর্জন করতে পারবো।”

দলে চোটজনিত বড় কোনো সমস্যা নেই, যা কোচের জন্য স্বস্তির খবর। দলের নতুন ফিটনেস ট্রেইনার হিসেবে স্পেনের পেয়ো দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে কাবরেরা বলেন, “ভারতে গুরুত্বপূর্ণ কিছু অর্জনের বড় সুযোগ আছে আমাদের। ইনজুরি নিয়ে যে খেলোয়াড় ফিরছে, সে আমাদের প্রত্যাশার চেয়েও ভালো উন্নতি করেছে। নতুন ফিটনেস ট্রেনার অত্যন্ত পেশাদার এবং অভিজ্ঞ। তাই দলের ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী।”

দীর্ঘদিন পর মাঠে ফেরা জামাল ভূঁইয়াকে নিয়ে আশাবাদী কাবরেরা। চুক্তিগত জটিলতার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় পর্বের এক ম্যাচে খেলেছেন। জামালের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন কাবরেরা। তিনি বলেন, “জামাল শুধু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই নয়, মাঠের বাইরেও দলের জন্য বড় অনুপ্রেরণা। তরুণদের জন্য সে দৃষ্টান্তস্বরূপ। সে ব্রাদার্স ইউনিয়নের হয়ে অনুশীলনে ফিরেছে এবং ৬০ মিনিট খেলেছে। এটি ইতিবাচক এবং দলে তার ভালো প্রভাব পড়বে।”

বাংলাদেশ দলের আক্রমণভাগে আল আমিনের বড় ভূমিকা রাখার সম্ভাবনা দেখছেন কোচ। এবারের লিগে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে সাত গোল করেছেন তিনি, যা গোলদাতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তার প্রশংসা করে কাবরেরা বলেন, “আল আমিন ভালো খেলছে এবং তার মানসিকতা ইতিবাচক। তাকে দলের কৌশল বোঝাতে হবে, কারণ ফরোয়ার্ডদের শুধু গোল করাই নয়, রক্ষণে বিশেষ ভূমিকা রাখতে হয়।”

দলে হামজা চৌধুরী ও ফাহামেদুল হকের যোগ দেওয়া নিয়েও কথা বলেন কাবরেরা। তিনি জানান, “হামজার ১৬ মার্চ একটি ম্যাচ আছে, এরপর সে যোগ দেবে। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ফাহামেদুল ৮ মার্চ শেষ ম্যাচ খেলবে, ১০ মার্চ সে জেদ্দায় যোগ দেবে। এতে তারা যথেষ্ট অনুশীলনের সুযোগ পাবে।”

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যথাযথ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। কাবরেরা ও তার শিষ্যরা আত্মবিশ্বাসী যে তারা শক্তিশালী পারফরম্যান্স উপহার দিতে পারবে।

Previous articleআর্থিক সংকটে আবাহনীতে আসা হলো না আর্জেন্টাইন স্ট্রাইকারের!
Next articleহামজাকে দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় বলছেন জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here