দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে সৌদি আরবের তায়েফ থেকে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সকাল ৯:৩৫ মিনিটে দেশে ফেরার কথা রয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। মধ্যপ্রাচ্যের এই দেশে ২৯ জন ফুটবলার নিয়ে কঠোর অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলেছে দল। দীর্ঘ ১২ দিনের পরিশ্রম শেষে দেশে ফিরেই নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি শুরু করবে দল।

দলের সঙ্গে কালই যোগ দেবেন ইংল্যান্ড থেকে আসা ফুটবলার হামজা চৌধুরী। দেশে ফেরার ১২ ঘণ্টা পরই হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি এবং ক্যাবরেরার ক্যাম্পে রিপোর্ট করবেন। এরপর ১৯ মার্চ এক সেশন অনুশীলনের মাধ্যমে চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করা হবে।

বাংলাদেশ দলের অনেক ফুটবলারই হামজা চৌধুরীর সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছেন। মিডফিল্ডার আল আমিন এক ভিডিও বার্তায় জানিয়েছেন,

‘আমি স্বপ্ন দেখি হামজা ভাইয়ের পাসে গোল করার, গোল করে তার কাঁধেও উঠতে চাই। জানি না আমি খেলার সুযোগ পাবো কিনা। তবে সুযোগ পেলে দেশের জন্য সর্বোচ্চ দিয়ে খেলবো।’

আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। দলের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এশিয়ান কাপে খেলার সুযোগ পেতে হলে ভালো পারফরম্যান্স করতেই হবে।

Previous articleক্যাম্প শেষে সৌদি থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল
Next article৮ নম্বর জার্সিতে মাঠে নামার ইচ্ছা হামজা চৌধুরীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here