বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর আগমন ঘিরে বেশ আলোচিত ছিল দেশের ফুটবল। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে হামজা চৌধুরীও বুঝিয়ে দিয়েছেন কেন তাকে নিয়ে এত মাতামাতি হয়েছে। এবার জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা। দেশ ছাড়ার আগে আরো একবার বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন তিনি।
গতকাল ভারত থেকে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেন হামজা। আজ সপরিবারে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “ধন্যবাদ বললে কম হয়ে যায়। আমি বোঝাতে পারবো না আপনাদের সমর্থন আমার কাছে কত গুরুত্বপূর্ন ছিল। সত্যি বলতে, এটা (সমর্থকদের ভালোবাসা) ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ!”
ভারতের বিপক্ষে ভালো খেলেও জয় পায়নি বাংলাদেশ। আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচের জন্য আবারো বাংলাদেশে ফেরার কথা জানিয়ে হামজা বলেন, “ইনশাআল্লাহ, আমি জুনে আবারো ফিরবো। আমার সুস্থতার জন্য দোয়া করবেন, যেন ভালোভাবে ফিরতে পারি। ইনশাআল্লাহ, জুনে আবার দেখা হবে, দুটি (সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাই এবং সম্ভাব্য প্রীতি ম্যাচ) বড় ম্যাচের জন্য!”
ইংল্যান্ডে ফিরে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দেবেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শুক্রবার রাতে কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে তার দল।