নেপালের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য আগামীকাল ক্যাম্পে যোগ দিবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। তবে দেশের বাইরে থাকা অধিনায়ক জামাল ভুঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী দলের সাথে যোগ দিবেন একটু দেরীতে। বাফুফে জানিয়েছে ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ক্যাম্পে যোগ দিবেন ২৯ অক্টোবর ও ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজী যোগ দেবেন ২৮ অক্টোবর।
আগামী নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ নেপালের বিপক্ষল দুটো আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য ইতমধ্যে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের জন্য ডাক পাওয়া একই দলটিকেই ডেকেছে বাংলাদেশ দলের কোচ জেমি ডে।
আগামীকাল খেলোয়াড়রা রিপোর্ট করার পর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন। অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী কামাল মোস্তফা কামাল স্টেডিয়ামকে। প্রথমে দেশীয় কোচিং স্টাফের অধীনে শুরু হবে প্রস্তুতি। ২৯ অক্টোবর থেকে বিদেশী কোচিং স্টাফরা এসে যোগ দিবেন দলের সাথে।