আগামী ২০ শে ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২২-২৩‘। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলা ১১ টি দলের সমন্বয়ে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হবে। আজ ২৫ শে নভেম্বর বাফুফে ভবনে ফেডারেশন কাপেরর ড্র অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ আতাউর রহমান ভূঁইয়া মানিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাফুফের প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য আব্দুর রহিম, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠিত ড্র’তে অংশ নেওয়া ১১ টি দলকে ৩ টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। গ্রুপ ‘বি’-তে রয়েছে বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ এবং ফর্টিস ফুটবল ক্লাব। সর্বশেষ গ্রুপ ‘সি’-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপও কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Previous articleকিংস ঝড়ে বিধ্বস্ত ফরাশগঞ্জ
Next articleস্বাধীনতা কাপের শেষ চারে শেখ রাসেল ও বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here