অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের যাত্রা শুরু করছে বাংলাদেশ। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে খেলা সকারুদের বিপক্ষে তাদের ঘরের মাঠে যে বেশ কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ সে কথা নির্দ্বিধায় বলা যায়। দুই দলের ফিফা র‍্যাংকিংও অসম লড়াইয়ের আভাস দিচ্ছে। অস্ট্রেলিয়ার অবস্থান যেখানে ২৭তম সেখানে বাংলাদেশ ১৮৩তম স্থানে। তবে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড শুরু থেকেই ১৫৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশকে ছোট করে দেখছেন না। বাংলাদেশ কোচও খেলার আগেই হেরে যেতে রাজি নন। উল্টো অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের উন্নতি দেখাতে চান ক্যাববেরা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিঃসন্দেহে রক্ষণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান কোচেরও সে কথা অজানা নয়। তাইতো সংবাদ সম্মেলনে রক্ষণে জমাট হয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ান ফুটবলারদের চ্যালেঞ্জের কথাই বুঝিয়েছেন তিনি। গ্রাহাম আর্নল্ড বলেছেন,

‘যত বেশি সম্ভব আমাদের খেলোয়াড়দের বক্সের মধ্যে চাই। যাতে গোল বের করে নিয়ে আসতে পারি। ওয়ান অন ওয়ান পরিস্থিতিতেও গোল করার দক্ষতা দেখাতে হবে।’

তবে বাংলাদেশ কোচ অবশ্য অলআউট ডিফেন্সিভ খেলার বিষয়ে তেমন কিছু বলতে চাননি। তার কথা প্রতিপক্ষ ভুলে লড়াই করতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন,

‘যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠতে চাই আমরা। আমরা জানি ওরা কতটা শক্তিশালী। কিন্তু আমরাও দেখাতে চাই আমরা কতটা উন্নতি করেছি।’

মেলবোর্নের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে আজ (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ০৩.০০ টায় শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ লড়াই। দেখা যাক শেষ পর্যন্ত কতোটা লড়াই করতে পারে লাল সবুজের প্রতিনিধিরা।

Previous articleম্যাচ প্রিভিউ : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ
Next articleকিভাবে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here