Nepal national football team members jog during a team training session in Kuching, Malaysia on Monday, November 7, 2016. Nepal will take on Brunei in the second and final Group A match of the AFC Solidarity Cup at the Sarawak Stadium on Tuesday. Photo courtesy: ANFA

বাংলাদেশের বিপক্ষে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য আজ থেকে অনুশীলন শুরু করছে নেপাল জাতীয় ফুটবল দল। গতকালই খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিয়েছে।

নেপাল দলের প্রধান কোচ জোহান কেলিন কোভিট ১৯ এর কারণে ভ্রমন জটিলতায় দলের সাথে যোগ দিতে পারছেন না। ফলে জামাল ভুঁইয়াদের বিপক্ষে দুই ম্যাচের জন্য দলের কোচের দায়িত্বে থাকছেন বাল গোপাল মহাজন।

দুদলকে বর্তমানে সমান অবস্থানে দেখছেন নেপাল কোচ। বাল গোপাল মহাজন এক সংবাদমাধ্যমকে জানান, ‘এই মুহুর্তে আমি তো তেমন পার্থক্য দেখছি না। দুই দলই কোভিডের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। দুই দলের খেলোয়াড়েরাই অনুশীলনে ছিলো না অনেকদিন। এখন সবারই মাঠে নতুন করে পরীক্ষা হবে। আমি মনে করি ম্যাচ দুটি ৫০-৫০ হবে। মাঠের লড়াইয়ে যারা গোলের সুযোগ গুলো কাজে লাগাতে পারবে তারাই জয় পাবে।’

নেপাল দল:

অভিষেক রাইজাল, বিশাল শ্রেষ্ঠা, দেবেন্দ্র তামাং, সুজাল শ্রেষ্ঠা, বিশাল রায়, রণজিৎ ধিমাল, বিকেশ কুথু, সুমন আরয়াল, নায়ায়ুং শ্রেষ্ঠা, শেশেহং আংডেনগবে (লিম্বু), জর্জ ফ্রিন্স কার্কি,বিকাশ খাওয়াস, সরোজ দাহাল, অমিত তামাং, সুবাশ গুরুং, তেজ তামাং, অজিত ভান্ডারী, রবি পাসওয়ান, সুনীল বাল, ত্রিং গুরুং, আশিস লামা, অনন্ত তামাং, বিক্রম লামা, মিকচেন তামাং, দিলেন লোকতান, অঞ্জন বিস্টা, পুজন উপারকোটি, বিমল রানা, দীপ কারকি, আরিক বিস্টা, দর্শন গুরুং, রোহিত চাঁদ ও কিরণ লিম্বু।

Previous articleম্যানেজারের পাশাপাশি নির্বাচক কমিটিও আনছে ফেডারেশন
Next article৭ নভেম্বর মাঠে ফিরছে মহিলা লীগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here