ফেডারেশন কাপ শেষে মাত্র দুই দিনের বিরতি দিয়েই শুরু হচ্ছে বাংলাদোশ প্রিমিয়ার লীগ ফুটবল ২০২০-২১। ফেড কাপের ট্রফি জিতে দুই দিনের ব্যবধানেই মাঠে নামবে বসুন্ধরা কিংস। উদ্বোধনী দিনের তাদের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪ টায়।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০০৭ সালে শুরু হওয়ার পর অনুষ্ঠিত হয়েছে ১২ বার। এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। তিনটি শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একটি করে শিরোপা জিতেছে শেখ রাসেল কেসি ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সর্বশেষ মৌসুম করোনার কারণে পরিত্যক্ত হয়। ২০০৭, ২০০৮-০৯, ২০০৯-১০ সালে টানা তিন বার লীগ শিরোপা জিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়া একমাত্র ক্লাব আবাহনী।

বর্তমান দৃশ্যপট ভিন্ন। এবারের লীগ শুরুর আগে ৪-৫ টি দলকে শিরোপার দাবিদার মানা হচ্ছে। প্রতিদ্বন্দ্বীতামূলক একটি মৌসুমের অপেক্ষায় ফুটবল সমর্থকরা। তবে শক্তিমত্তার বিচারে ফেবারিটের তালিকা সবচেয়ে উপরের দুই নাম বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। ঐতিহ্য ও গৌরবের ঢাকা আবাহনীকে কঠিন চ্যালেঞ্জই জানাবে নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস। লীগে ২৪ ম্যাচের মধ্যে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের দুটি ম্যাচই হয়তো শিরোপা ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

তবে পিছিয়ে নেই সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল কেসি, শেখ জামাল ডিসি ও চট্টগ্রাম আবাহনী। লম্বা এই লীগে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই তিন দলে যে কেউ শিরোপার দাবিদার হতে পারে। তবে শিরোপার পাশাপাশি খেলা জমে উঠবে অবনমনের লড়াইতেও। নানা সমস্যায় জর্জরিত ব্রাদার্স ইউনিয়ের সাথে টিকে থাকার লড়াইয়ে থাকবে মুক্তিযোদ্ধা সংসদ কেসি, রহমতগঞ্জ এমএফএস, বাংলাদেশ পুলিশ এফসি, আরামবাগ কেএস, ঢাকা মোহামেডান এসসি ও উত্তর বারিধারা ক্লাব।

করোনার কারণে গত মৌসুমের খেলা পরিত্যক্ত হয়। এবারও তা নিয়ে চিন্তার ভাজ আছে ফেডারেশনের কপালে। তবে আশাবাদী তারা। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন,

‘দুর্যোগের ওপর কারো হাত নেই। তাই এক মৌসুম থেকে লিগ হারিয়ে গেছে। এতে ফুটবল ও ফুটবলারদের ক্ষতি হয়েছে। আশা করি এবার লিগ শেষ করা যাবে।’

প্রথম ম্যাচে আজ উত্তর বারিধারার বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজের দল নিয়ে সন্তুষ্ট কিংস কোচ অস্কার ব্রুজন,

‘অসাধারণ কিছু বিদেশি খেলোয়াড় নিয়েছি আমরা, যারা পুরো টুর্নামেন্টে ছিল দুর্দান্ত। আমাদের খেলায় প্রস্তুতি, একাগ্রতার ছাপ ছিল স্পষ্ট। দিন শেষে আমরা তার ফলও পেয়েছি। সেই আত্মবিশ্বাস নিয়েই লিগটা শুরু করতে যাচ্ছি।’

তবে বারিধারাকে নিয়ে সতর্ক তিনি,

‘ফেডারেশন কাপে ওরা খুবই ভালো ফুটবল খেলেছে। আক্রমণে বৈচিত্র্যের পাশাপাশি জমাট ডিফেন্সের প্রমাণ রেখেছে তারা। অবশ্যই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি।’

প্রথম রাউন্ডের সূচি

১৩ জানুয়ারী : বসুন্ধরা কিংস-উত্তর বারিধারা (বিকাল ৪ টা)

১৪ জানুয়ারী : আবাহনী-পুলিশ এফসি (বিকাল ৪ টা)

১৫ জানুয়ারী : শেখ রাসেল-ব্রাদার্স (রাত ৮ টা)

১৬ জানুয়ারী : সাইফ স্পোর্টিং-রহমতগঞ্জ (রাত ৮ টা)

১৭ জানুয়ারী : আরামবাগ-মোহামেডান (রাত ৮ টা)

১৮ জানুয়ারী : শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী (বিকাল ৪ টা)

Previous articleসিকউরিটির সাথে অশোভন আচরণের জন্য দুই ম্যাচে নিষিদ্ধ সবুজ
Next articleকাতার ওমানের প্রস্তাবে বাফুফে’র না!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here