সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগে বাংলাদেশের দুশ্চিন্তার নাম উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। কার্ড সমস্যায় মালদ্বীপ ম্যাচে থাকছেন না তারা। এই দুজনের না থাকায় স্বস্তি প্রকাশ করেছিলেন মালদ্বীপ কোচ। তবে রাকিব ও বিশ্বনাথের না থাকার বিষয়টি মানসিক দৃঢ়তা দিয়ে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন দেখছেন অন্যভাবে, ‘বিষয়টি ইতিবাচকভাবেও দেখা যায়। নতুন দুই জন খেলোয়াড়র সুযোগ পাবেন। তারা আরো সেরাটা দেয়ার চেষ্টা করবে।’

দুই খেলোয়াড় না পাওয়ার মতো ম্যাচের সময় নিয়েও ইতিবাচক মনোভাব অস্কারের, ‘আমরা দুই ম্যাচ বিকেলে খেলেছি। মালদ্বীপ সবগুলোই রাতে। মালদ্বীপ ম্যাচ আমরা রাতে খেলব। ফ্লাডলাইটের আলোয় খেলা কোনো সমস্যা নেই। বাংলাদেশেও ফ্লাডলাইটের আলোয়া খেলার অভিজ্ঞতা আছে।’

গত দুই ম্যাচে গোল করেছেন দুই ডিফেন্ডার। ফরোয়ার্ডদের কোন গোল নেই। ফরোয়ার্ডদের স্কোরিং নিয়েও বেশ ইতিবাচক অস্কার, ‘আপনারা দেখছেন ডিফেন্ডার গোল করছে। আমি দেখছি জামালের কর্নারের রাকিবের ফ্লিক এরপর ইয়াসিনের ফিনিশিং। শ্রীলঙ্কা ম্যাচে পেনাল্টি আদায়ও হয়েছে ফরোয়ার্ডদের মাধ্যমেই।’

চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনালের কক্ষপথেই আছে। মালদ্বীপ খেলেছে মাত্র এক। এই ম্যাচে মালদ্বীপ বাংলাদেশের বিপক্ষে তিন পয়েন্ট নেয়ার সর্বাত্মক চেষ্টাই করবে। এরপরও নিজেদের তিন পয়েন্টের ব্যাপারে সজাগ অস্কার, ‘আমরা এই ম্যাচে তিন পয়েন্টের জন্য যাব। তিন পয়েন্ট নিয়ে ফাইনালের পথে ভালোভাবে এগিয়ে থাকতে চাই।’

ভারত ম্যাচের আগে বাংলাদেশের জন্য হুমকি ছিল সুনীল ছেত্রী। মালদ্বীপ ম্যাচের সময় আলী আশফাক। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফরোয়ার্ড। আশফাকের সঙ্গে রয়েছেন আলী ফাসির। তাদের আটকানো যে কোনো ডিফেন্ডারদের জন্যই চ্যালেঞ্জিং। আশফাককে প্রতিহত করা নিয়ে অস্কার বলেন, ‘অবশ্যই তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে। সেটা এখানে প্রকাশ যোগ্য নয়। শুধু এটুকু বলতে পারি। বাংলাদেশের সেরা রক্ষণ দেখা যাবে আগামী ম্যাচে।’

Previous articleশঙ্কা ফাহাদকে নিয়েও!
Next articleনতুন বাংলাদেশকে সমীহ করছে মালদ্বীপ কোচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here