ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ কাতারের দোহায় হামিদ বিন জসিম স্টেডিয়ামে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও কাতার। মাত্র এক পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। মূল পর্বে খেলার সুযোগ আর নেই, কিন্তু বাকি তিন ম্যাচ থেকে পয়েন্ট পেতে আশাবাদী বাংলাদেশ দল।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানকে সমীহ করছে বাংলাদেশ দলের কোচ জেমি ডে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,

‘আগামীকাল আমাদের সামনে বড় একটা ম্যাচ রয়েছে। এটার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা জানি, আফগানিস্তান ম্যাচ খুবই কঠিন হবে, তারা খুব ভালো দল এবং তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলে। ফলে তারা টেকনিক্যালি ভালো।’

সমর্থকদের কাছে সমর্থন আশা করছেন কোচ জেমি ডে। তিনি বলেন,

আমরা বাংলাদেশের মানুষের সমর্থন চাই। আগেও বলেছি, এই তিনটা ম্যাচ খুবই কঠিন হবে। সমর্থকদের জন্য ফল নিয়ে যেতে পারলে আমাদের ভালো লাগবে। আশা করি, আমরা তাদেরকে ভালো বার্তা দিতে পারবো এবং কিছু পয়েন্ট নিয়ে ফিরতে পারবো।’

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় মাত্র একটি ম্যাচেই। ১৯৭৯ সালে এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচ ছাড়া আক্ষেপ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাকি সব খেলা শেষ করেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচেও ১-০ গোলের পরাজয় বরণ করে জামাল ভুইঁয়ারা। কিন্তু পরিসংখ্যান ছাপিয়ে আগামীকাল জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের।

Previous articleআফগানদের বিরুদ্ধে পূর্ন পয়েন্ট পেতে আশাবাদী জামাল
Next article‘আফগানিস্তান যে যুদ্ধের দেশ নয় তা বিশ্বকে দেখাতে এসেছি আমরা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here