আবারো পিছিয়ে গেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা। শ্রীলংঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকশা চার জাতি ফুটবল টুর্নামেন্টে একদিন পিছিয়ে আজ হওয়ার কথা ছিলো বাংলাদেশ ও সিসিলেসের মধ্যকার ম্যাচটি। কিন্তু তা আবারো পিছিয়ে গিয়েছে।

আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলংঙ্কার মুখোমুখি হবে মালদ্বীপ। পরবর্তী ম্যাচগুলোর সূচী এখনও জানায়নি শ্রীলংঙ্কা ফুটবল ফেডারেশন। এর আগে অতিবৃষ্টি একদিন করে সবগুলো ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছিলো।

বাংলাদেশের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিলো গত ৮ নভেম্বর। তবে বৃষ্টিতে মাঠের কথা বিবেচনায় তা পিছিয়ে দেয়া হয়। ঐদিন রাতেই সূচীতে থাকা শ্রীলংঙ্কা-মালদ্বীপ ম্যাচ বৃষ্টির কারণে পরবর্তীতে পেছানো হয়। আজ (৯ নভেম্বর) উদ্বোধনী ম্যাচে খেলার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সেখানে উদ্বোধনী ম্যাচে আজ লড়বে শ্রীলংঙ্কা ও মালদ্বীপ। পরবর্তী সূচী এখনও প্রকাশ করা হয়নি।

Previous articleচূড়ান্ত হলো সাইফের চার বিদেশী!
Next articleОтзывы О Букмекерской Конторе Betwinner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here