২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বর্তমান ট্রফি লাল-সবুজের ঘরে। আবারো একটি শিরোপাতেই চোখ বাংলাদেশের মেয়েদের।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। অংশ নেবে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। গতকাল সূচিও চূড়ান্ত হয়েছে। চার জাতির টুর্নামেন্ট ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে, ৪ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে ভারতের, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ লড়াই করবে ভুটানের সঙ্গে। বাংলাদেশের প্রতিটি ম্যাচই হবে সন্ধ্যা ৭টায়। আর ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়।

Previous articleবাসায় ফিরলেন সালাউদ্দিন!
Next articleএলিট একাডেমির ব্রিটিশ কোচ বাটলার এখন ঢাকায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here