এএফসি কাপে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বার বার দূঃসংবাদ পাচ্ছে বসুন্ধরা কিংস। পেশির ইনজুরিতে রবসনের খেলা নিয়ে শঙ্কা থাকার পর এবার বাদ পড়লেন আরেক বিদেশী মিডফিল্ডার দিদিয়ের।

পেশির ইনজুরিতে কিংস অধিনায়ক রবসন রবিনহোর খেলা অনিশ্চিত। ম্যাচের শেষ পর্যন্ত তাকে খেলানোর চেষ্টা করা হবে বললেও মাঠে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। এবার খারাপ সংবাদ হয়ে এলো কিংসের আইভোরিয়ান মিডফিল্ডার চার্লস দিদিয়ের ইনজুরির কারনে ম্যাচে অংশ নিতে পারবেন না। এতে করে দুই বিদেশীর অনুপস্থিতি শক্তি কমালো বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

সর্বশেষ দেখায় মাজিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েও পরাজিত হয়েছিলো কিংস। তবে ঐ ম্যাচের পর থেকে বদলে গিয়েছিলো বাংলাদেশ চ্যাম্পিয়নদের খেলা। তবে দলের গুরুত্বপূর্ণ দুই বিদেশীর অনুপস্থিতিতে মালদ্বীপের ক্লাবটির বিপক্ষে কিভাবে ছক কষবেন কোচ অস্কার ব্রুজন তাই এখন দেখার অপেক্ষা।

রবসনের জায়গায় এমফন উদোকে মাঠে দেখা যাবে বলে ধারণা করা যায়। দিদিয়েরের পরিবর্তের সোহেল রানাকেই কিংসের মিডফিল্ডে দেখা যাবে এমনটা গতকাল সংবাদ সম্মেলনে তার উপস্থিতি জানান দিয়েছে। তবে দলে রয়েছে আরেকজন বিদেশী বিকল্প। শেখ জামাল ডিসি তে খেলা ডিফেন্ডার খোলমাতভও কিংসে এএফসি কাপের স্কোয়াডে রয়েছেন। ফলে তাকেও মধ্য বিরতির পর মাঠে দেখা গেলে অবাক হবো না।

Previous article‘ভালো খেলা উপহার দিতে চাই’
Next articleআরো একটি কামব্যাক,আরো একটা রূপকথার গল্প!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here