অনেকদিন পর খেলায় ফেরার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইনজুরিতে পড়েছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। ফলে তিনি নেপাল ম্যাচে অনিশ্চিত।

গত পরশু অনুশীলনের সময় নিজেদের মধ্যে ম্যাচ খেলে বাংলাদেশ দল। তাতেই ইয়াসিন আরাফাতে নেয়া একটি শটে বল এসে লাগে মামুনুলের বা হাতে। তাৎক্ষণিক ব্যাথা পেলেও গুরুতর কিছু ভাবেনি কেউ। ব্যাথা নিয়েই পরেরদিন আবারও অনুশীলন করেন তিনি। তবে ব্যাথা না কমায় এক্স করেন মামুনুল। এতেই হাতে চিড় ধরা পড়ে তার।

ডাক্তার মামুনুলকে তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। তবে হাতের এই ব্যাথা নিয়ে অনুশীলন চালিয়ে যাওয়া যায়। দেখার বিষয় তিনি অনুশীলন চালিয়ে যান কিনা। তবে ইনজুরির ফলে আসন্ন নেপাল ম্যাচের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

Previous articleমোহামেডানে ফিরেছেন ঘরের ছেলে আলফাজ
Next articleকলকাতা মোহামেডানেই যাচ্ছেন জামাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here