নতুন মৌসুমে নিজেদের নতুন হোম ভেন্যুতে প্রথম ম্যাচ। গ্যালারিতে লাল জার্সিতে সমর্থকদের উল্লাস। তাই হতো জয় ছাড়া দিনটি উদযাপন পরিপূর্ণতা হয়তো পেত না। সমর্থকদের হতাশ হতে হয়নি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০-২১ এর ম্যাচে আজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে বসুন্ধরা কিংস। লাতিন ত্রয়ীর একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত থাকে ব্রাদার্স ইউনিয়নের রক্ষনভাগ। কিন্তু গোল মুখ খুলছিলো না। ব্যাসেরা, রবিনহোদের শট হয়তো লক্ষ্যভ্রষ্ট হচ্ছিলো, নাহয় আটকা পড়ছিলো ব্রাদার্সের গোলরক্ষক বা ডিফেন্সে কাছে। পুরো প্রথমার্ধ জুড়েই বল ব্রাদার্সের অর্ধে রেখেও গোলের দেখা পায়নি কিংস।

বিরতিতেই নিজের পরিকল্পনা পরিবর্তন করলেন অস্কার ব্রুজন। মাঠে নামালের দুই দ্রুতগতি সম্পন্ন উইঙ্গার মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমকে। ফলাফলও দ্রুতই আসে। ম্যাচের ৬৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ডুকে ইব্রাহিমের কাট ব্যাক, সেখান থেকে সহজেই বল জালের ঠিকানায় পৌঁছে দেন রবসন রবিনহো। উল্লাসে ফেটে পড়ে গ্যালারির দর্শকরা। এরপর আরো কয়েকদফা ইব্রাহিম-রবিনহো জুটি প্রতিপক্ষের পরীক্ষা নেন। তবে আর গোল হয়নি। ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

লিগে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে এখনও পয়েন্ট শূন্য ব্রাদার্স ইউনিয়ন।

Previous articleজয়ের ধারা অব্যাহত জামালের!
Next articleজুয়েলের গোলে রক্ষা আবাহনীর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here