মাঠ এবং মাঠের বাইরের উত্তেজনার পরও সমতায় শেষ হলো মোহামেডান-চট্টগ্রাম আবাহনী ম্যাচ। ম্যাচে একটি করে গোল করে উভয় দল।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচে যতটা না উত্তেজনা ছিলো তার থেকে বেশি উত্তেজনা ছিলো দুই দলের ডাগ-আউটে, গ্যালারিতে। ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাথিউর থেকে পাওয়া বলে নিক্সনের শুট মোহামেডান গোলকিপার সুজন ফেরালেও ফিরতি শুটে গোল করে রাগিব হাসান। তবে এরপর সুযোগ কাজে লাগাতে না পারলে প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি মোহামেডান।

বিরতি থেকে এসে অবশ্য খেলায় ফিরে সাদা-কালোরা। ৫৪ মিনিটে দিয়াবাতের সঙ্গে দারুণ বোঝাপড়ায় মোহামেডানকে সমতায় ফেরান রাকিব। তবে এর মিনিট সাতেক পরই থ্রো-ইনকে কেন্দ্র করে দুই দলের ডাগ-আউটে উত্তেজনার তৈরি হয়। মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী ও চট্টগ্রাম আবাহনীর টিম ম্যানেজার আরমান আজিজকে ধাক্কা দিয়ে বসলে দুই পক্ষের হাতাহাতির উপক্রম হয়। পরে রেফারি ভুবন মোহন দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। সেসময় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।

দর্শক সারিতেও উত্তেজনা তৈরি হলে এক সময় মারামারি ঠেকাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত খেলা শুরু হলেও আর গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

Previous articleপ্রথম মিনিটে গোল করেও জিততে পারেনি মুক্তিযোদ্ধা!
Next articleআবাহনীর প্রতিশোধ বনাম কিংসের আধিপত্য!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here