বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম আয়োজনে ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ২০২০’ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আজ দিনের প্রথম খেলায় ওয়ারিয়র ৩-০ গোলে হারায় মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী। ওয়ারিয়রের হয়ে গোল করেন আক্তারুল ইসলাম, রিজবী হাসান ও ইদ্রিস আলী। ‘গ’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় ওয়ারিয়র একই ব্যবধানে হারিয়েছিল সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমীকে। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সাতক্ষীরার দলটি।

দিনের অন্য ম্যাচে জ্যাফ ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়েছে ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমী। খেলার ১০ মিনিটে বিজয়ী দলের হয়ে গোল করেন ওয়াবেদউল্লাহ।

উল্লেখ্য যে, দেশের ১২টি একাডেমী দল নিয়ে গত বৃহস্পতিবার শুরু হয় এ টুর্নামেন্ট। আগামীকাল শেষ হবে টুর্নামেন্টর গ্রুপ পর্বের খেলা। ৯ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ১১ ডিসেম্ভর টুর্নামেন্টের ফাইনাল খেলা মাঠে গড়াবে।

Previous articleজেএফএ কাপে চ্যাম্পিয়ন মাগুড়া
Next articleফেড কাপের স্পন্সর ওয়ালটন; দেখাবে টি স্পোর্টস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here