ঢাকায় করোনা নেগেটিভ হয়ে আজ (বুধবার) কাতারে গেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। সেখানে পৌঁছে আবার করোনা পরীক্ষা করতে হয়েছে। আপাতত তিনি হোটেলে নিজের রুমেই থাকছেন। সেখানে পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলেই ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচের ডাগ আউটে দাঁড়াতে পারবেন।

শুধু জেমি  একা নন, আবারও করোনা পরীক্ষা করা  হয়েছে জামাল-জীবন দের । ম্যাচের আগে সবাই নেগেটিভ হলেই কেবল খেলতে পারবেন কাতারের বিপক্ষে।

ইংলিশ কোচ দোহায় পৌঁছে সংবাদ মাধ্যমকে  বলেছেন, ‘দোহাতে পৌঁছেছি। আশা করছি, কোয়ারেন্টিন পর্বের পর মাঠে যেতে পারবো। ম্যাচের দিন ডাগ আউটে দাঁড়িয়ে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ হবে।

এদিকে শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণক্ষমতার মাত্র ২০ ভাগ টিকিট ছাড়া হবে। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিকরা।

Previous articleপুরোনো বিদেশীতেই ভরসা চট্টগ্রাম আবাহনীর
Next articleঅর্থ সংকটে অনিশ্চিত ফুটবলে মুক্তিযোদ্ধার অংশগ্রহন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here